মালদ্বীপে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উদযাপন (ভিডিও)

:: মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি ::
প্রকাশ: ২ years ago

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার  ২৮ সেপ্টেম্বর  বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য বর্ননা করে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা  মোমেন উল্লাহ।

তিনি মহানবী (সা) এর জীবনের বিভিন্ন গুনাবলী সম্পর্কে আলোকপাত করেন। একই সাথে এসকল গুনাবলী সবাইকে নিজ নিজ জীবনে প্রতিপালনের আহ্বান জানান।

হাইকমিশনের কাউন্সেলর  মো. সোহেল পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে। হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীগন,বিভিন্ন সামাজিক,  রাজনৈতিক সংগঠন  নেতৃবৃন্দ ও  স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রা. লি. ডিরেক্টর মো. হান্নান খান কবির, সিইও মাসুদুর রহমান, আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন।

সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ্ সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।