ইমিগ্রেশন ডেস্ক:
টুরিস্ট ভিসায় মালদ্বীপে গিয়ে বৈধ হওয়ার বা ওয়ার্ক ভিসা পাওয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (৯ নভেম্বর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হাইকমিশন বলেছে, মালদ্বীপের টুরিস্ট ভিসায় এসে কাজ করার বা ওয়ার্ক ভিসা পাওয়ার কোনও সুযোগ নেই। টুরিস্ট বিষয়ে প্রদত্ত সময়ের অতিরিক্ত মালদ্বীপে অবস্থান করলে বা কোনও কাজে নিযুক্ত হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এক্ষেত্রে জেল ও জরিমানা উভয় হতে পারে বলেও বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে।
এদিকে, ইতোপূর্বে যারা অবৈধভাবে দেশটিতে গিয়েছেন বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করছেন এমন প্রবাসী বাংলাদেশিদের আবেদনের প্রেক্ষিতে বৈধকরণের কাজ চলছে।
চলতি বছরের মে মাসে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় বৈধকরণের ঘোষণা দেয়। যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নেই তাদের আবেদন করতে বলা হয়।
মালদ্বীপের বৈদেশিক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মাত্র ৪ লাখ জনসংখ্যার একটি দেশ। পর্যটননির্ভর অর্থনীতির দেশটিতে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে মোট কতজন বাংলাদেশি কর্মী কাজ করছেন তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে গত বছরের ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ৮০ হাজারের মতো প্রবাসীকর্মী দেশটিতে রয়েছেন।
জানা গেছে, মালদ্বীপে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে এক-তৃতীয়াংশের বৈধ কাগজপত্র বা নিবন্ধন নেই।