মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

:: মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি ::
প্রকাশ: ১ বছর আগে

মালদ্বীপের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও ভাইস প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ লতিফের সাথে হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রেরিত অভিনন্দনপত্র হাইকমিশনার নবনির্বাচিত প্রেসিডেন্টের নিকট হস্তান্তর করেন।

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ও ভাতৃপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করেন।

তিনি উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

নবনির্বাচিত প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য হাইকমিশনার অনুরোধ জানান। সাক্ষাতকালে মিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।