‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে হেফাজতে ইসলামের সমর্থন

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৫ মাস আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে হেফাজত ইসলাম।

রোববার (৪ আগস্ট) সংগঠনটির আমির মুহিবুল্লাহ বাবুনগরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছাত্র-জনতার এক দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছে হেফাজত ইসলাম। আন্দোলনকারী নিরীহ শিক্ষার্থীদের ওপর গণহত্যা চলেছে। এই শক্তিতে আর সুযোগ দেয়া হবে না।

এতে আরও বলা হয়, আমাদের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ন্যায়বিচারের জন্য ছাত্রজনতার সাথে শামিল হওয়ার বিকল্প নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।