স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে খুব কম লোকই মরক্কোকে গোনায় ধরেছিলেন। অথচ সেই মরক্কো এবার ইতিহাস গড়ল।
৩৬ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে পা রাখল তারা। গতকাল কানাডাকে ২-১ গোলে হারিয়ে তাই মেতে ওঠে আনন্দ-উল্লাসে।
আল থুমামা স্টেডিয়ামে জয় উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় মরক্কোর ডিফেন্দার জাওয়াদ এল ইয়ামিককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় সেই ছবি এবং ভিডিও। ফিলিস্তিনের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়ান ইয়ামিক।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাধে আরও দেখা যায়, গাজায় বসে মরক্কোর খেলায় চোখ রাখছিলেন ফিলিস্তিনের বেশ কিছু মানুষ। মরক্কোর জয়ে তারাও উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি একটি গানও উৎসর্গ করেন মরক্কো ফুটবলারদের নিয়ে। মাঠ থেকে সেই অভিবাদনের জবাবই হয়তো দিচ্ছিলেন ইয়ামিক।
৩০ বছর বয়সি এই ডিফেন্ডার ম্যাচে বদলি হিসেবে নামেন ৭৭ মিনিটে। ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর শেষদিকে আরও রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলার পরিকল্পনা সাজায় মরক্কো। সেজন্যই মিডফিল্ডার আজ্জেদিন ওউনাহিকে তুলে নামানো হয় ইয়ামিককে। ম্যাচের বাকিটা সময় বিপদ ঘটতে দেননি এই ডিফেন্ডার।