মনোনয়ন না পেয়ে ফেসবুকে এসে কাঁদলেন আ. লীগের এমপি

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
রাজশাহী (বাগমারা)-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। সংগৃহীত ছবি

মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এসে কাঁদলেন রাজশাহী (বাগমারা)-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ফেসবুকে এ নিয়ে মুখ খোলেন ওই এমপি। এ সময় ৩ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিও বার্তায় বিগত সময়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

ওই ভিডিও বার্তায় শুরুতে বর্তমান সংসদ সদস্য এনামুল হক ২০০৮ সাল থেকে পরপর ৩ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত করায় বাগমারা সাধারণ মানুষকে ধন্যবাদ জানান। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে দলীয় সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে আহ্বান জানান।

তিনি বলেন, এক সময়ের সন্ত্রাস অধ্যুষিত বাগমারা জনপদকে শান্তির জনপদে পরিণত করতে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। এ কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

ফেসবুকে ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এই জনপথকে আবারো অশান্ত করা হবে তা কোনোভাবেই হতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজ পরিচালনা করব। বাগমারার সাধারণ মানুষের সঙ্গে বসবো। তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করে বাগমারাবাসীর পাশে থাকতে চাই। চূড়ান্ত সিদ্ধান্তের বিবেচনা করার মালিক জনগণ।

এনামুল হক বলেন, দেশের অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত রাখতে হবে। সে কারণে সবাই শান্ত থেকে আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা করবেন।

তিনি বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত দু’দফায় ফুপিয়ে কাঁদেন এবং দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান।