ভোমর রে তোর সাহস কত | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে

ভোমর রে তোর সাহস কত!
মোহাম্মদ আব্দুল আজিজ

ভোমর রে তোর সাহস কত!
আমার পানে চাস,
দিনদুপুরে একলা পেয়ে মধু লুটে খাস।
বোঝবে তখন কেমন মজা!
বিধলে কাঁটা গায়,
বিষকাঁটার বিষে হবে পরান রাখা দায়।
সুযোগ বোঝে করলি রে তুই আমায় অপমান।

রূপের রানি গোলাপ ওগো
রূপ নগরের ফুল,
রাগ করো না ও রূপসী তোমার যে নাই তুল।
ভালোবাসি তোমায় আমি
তোমার নিটোল হাসি,
তোমার মধুগন্ধে আমি তাইতো ছোটে আসি।
আমি ভালোবেসে শোনাই এসে গুনগুনা গুন গান।-ঐ

ওরে ভোমর নিঠুর কালা
স্বভাব যে তোর চেনা,
তোর সাথে নাই পিরিতি নাই রে লেনাদেনা।
কী দশা তুই করলে আমার
একলা পেয়ে বনে,
দিনদুপুরে মধু লুটে দিলে ব্যথা মনে।
তুই দুষ্টু অতি, ডাকু রে তোর চাই না শোনতে গান। ঐ

কী দাম বলো এ জীবনের
কেউ যদি না আয়?
রূপ-যৌবনে তোমার পানে কেউ যদি না চায়?
তুমি হলে রূপের ঝুড়ি
ওগো রূপের ফুল,
চোর ডাকু ভেবে আমায় করো না যেন ভুল।
আমি তোমার রসিক ভোমর তুমি আমার জান। ঐ

গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]