‘ভোট হয়েছে রাতে, সব জেনেও ভোট বর্জন করিনি’

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে

স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার অভিযোগ করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনের ভোটগ্রহণ ভোট রাত ৩টার দিকে হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে বদরগঞ্জের মস্তফাপুর সরকারপাড়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক কর্মী সমাবেশে নির্বাচনে পরাজিত প্রার্থী এ অভিযোগ করেন।

বিশ্বনাথ সরকার বলেন, ‘আমরা পরাজিত হইনি। জোর করে আমাকে পরাজিত করা হয়েছে। প্রশাসন কথা রাখেনি। আমাদের ভোট হয়েছে রাত তিনটার সময়। দুপুরের দিকে অনেকেই আমাকে ভোট বর্জন করতে বলেছিল। আমি করিনি। কারণ, আমি আওয়ামী লীগ করি। কেন্দ্রীয় কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত সৈনিক। তার নির্দেশনার বাইরে আমি কখনো কাজ করব না। তাই সবকিছু জেনে-বুঝেও ভোট বর্জন করিনি।’

কর্মী-সমর্থকদের ওপর হামলার বিষয়ে বিশ্বনাথ সরকার বলেন, সব কর্মীর দায়ভার নিয়ে বলছি, যেকোনো কিছু মোকাবিলায় আমি বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কর্মীদের যেকোনো সমস্যায় পাশে আছি, থাকব।

উল্লেখ্য, বিশ্বনাথ সরকার রংপুর-২ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরী। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে তিনি ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ সরকার পান ৬১ হাজার ৫৮৩ ভোট। আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম ২৪ হাজার ৬৪০ ভোট পেয়েছেন।