ভিন্ন ভিন্ন পুরুষ দিয়ে আমাকে পরীক্ষা করা হতো: মার্কিন অভিনেত্রী

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে
মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে

স্বনামধন্য মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে তাকে অডিশন দিতে আসা বিভিন্ন অভিনেতাকে চুমু খেতে হয়েছে। মূলত ২০০০ সালের দিকে অডিশন নেওয়া হয়েছিলো এই অভিনেত্রীর। সে সময় তাকে এই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সিএনএন-র এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

৪১ বছর বয়সী এই অভিনেত্রীর নামের পাশে বেশকিছু স্বনামধন্য ও বিখ্যাত সিনেমা যুক্ত হয়েছে। কিন্তু শুরুতে এমন ছিলোনা বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, আমার ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন অস্বস্তিকর অনুরোধের সম্মুখীন হয়েছি। অন্য অভিনেতার সাথে নিজেকে মানিয়ে নিতে এসব অদ্ভুত আবদারের মুখোমুখি হয়েছি।

আমাকে এও বলা হয়েছে যে তোমার বিপরীতে অভিনয়ের জন্য ১০ জনকে অডিশনের জন্য ডাকা হচ্ছে। তাদের সাথে দেখা করতে তুমি কি প্রস্তুত? কিন্তু সেই প্রশ্নের উত্তরে আমি মোটেও খুশি ছিলাম না। কারণ এটা বাজে শোনা যাচ্ছিলো।

উল্লেখ্য, ২০১২ সালে ‘লেস মিজারেবল’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কারের ‘বেস্ট সাপোর্টিং অভিনেত্রী’র পুরস্কার পান তিনি। বর্তমানে তিনি ‘দ্য আইডিয়া ফর ইউ’ সিনেমার প্রচার-প্রচারণা চালাচ্ছেন।