ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী, বলছেন জ্যোতিষীরা

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী! এমন ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের বেশ কিছু খ্যাতনামা জ্যোতিষী।

প্রিয়াঙ্কা গান্ধী বর্তমানে ওয়েনাড় থেকে লোকসভা উপনির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য (এমপি) পদে রয়েছেন। ২০২৯ সাল পর্যন্ত সংসদের সদস্য থাকবেন তিনি।
দেশটির কিছু বিখ্যাত জ্যোতিষীরা এমনটাই জানিয়েছেন, ২০৩০ সালে বড়সড় পরিবর্তন আসতে পারে প্রিয়াঙ্কা গান্ধীর জীবনে। ২০৩০ সালে ৫৮ বছর বয়স হবে তার। ৫৮ বছর বয়স থেকে ৭৮ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ২০৫০ সাল পর্যন্ত তার রাজনৈতিক জীবন অত্যন্ত শক্তিশালী হবে।
জ্যোতিষী ইউন্নিকৃষ্ণ পনিকার জানিয়েছেন, ২০৩০ সাল থেকে প্রিয়াঙ্কা গান্ধীর জন্মপত্রে শুক্র মহাদশা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেখানে শুক্র শক্তিশালীভাবে অবস্থান করছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে এই সময়কালে তিনি দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পারেন। তিনি সরাসরি জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে রয়েছে।
আরেক জ্যোতিষী চিত্রভানু কে. পন্ডুল বলেন, ‘প্রিয়াঙ্কার গ্রহের অবস্থান মার্চ ২০২৫ পর্যন্ত কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। তবে কংগ্রেস এমপির জন্মপত্র অনুযায়ী তার উচ্চপদ পাওয়ার সম্ভাবনা রাহুল গান্ধীর চেয়ে বেশি।
তবে জ্যোতিষী পন্ডুলের বক্তব্য, প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী হবেন না। ২০৩১ থেকে ২০৩৩ সালের মধ্যে গুরুত্বপূর্ণ পদ পেলেও তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই।
মুম্বইয়ের এক শীর্ষ জ্যোতিষী সুন্দীপ কোচারের দাবি, প্রিয়াঙ্কার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সঙ্গে অনেকটাই মিল রয়েছে ইন্দিরা গান্ধীর। তবে রাহুল গান্ধীর ইচ্ছা থেকে প্রধানমন্ত্রী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। তার ব্যক্তিত্বের মধ্যে উঁচু পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।