বৃষ্টি মানে শৈশব | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে

বৃষ্টি মানে শৈশব
আলমগীর কবির

টিনের চালে ঝমঝমা ঝম
টাপুর টুপুর সুর মিষ্টি,

হাতছানিতে যায় ডেকে যায় 
ছেলেবেলাপুর বৃষ্টি।

ফুলের কুঁড়ি করবে গোসল 
পাপড়ি জুড়ে জল মাখে,

কচু পাতার ছাতা মাথায় 
দস্যি ছেলের দল ডাকে।

নাম ধরে নাম ডাক দিয়ে যায় 
বন্ধু গেলি কই সব?

বৃষ্টি বাজায় সুরের বাঁশি 
বৃষ্টি মানে শৈশব।

বৃষ্টি পাঠায় খুশির চিঠি 
ছুটির খবর না মন্দ,

জল কাঁদাতে দুরন্ত দিন 
বৃষ্টি মানেই আনন্দ।

 

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]