আগামী তিন দিনেও দেশের আট বিভাগে মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর। এ কারণে নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা করা হচ্ছে।
বুধবার (৩ জুলাই) রাতে দেয়া আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এ অবস্থায় বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ও ভারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বর্ধিত ৫ দিনের শুরুতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।