নির্মম বৃষ্টি সারাদিন ঝরছে কুঁড়েঘরে হাহাকার শিশু কেঁদে মরছে। চালনাই আটা নাই কার কাছে কই যাই গালে হাত করিমন চিন্তাটা করছে ফাঁকা চোখ থেকে থেকে জলে আহা ভরছে। দানবীয় বাতাসের নির্মম ঝাপটায় ভাঙা চাল এই বুঝি সুদূরেতে উড়ে যায়। প্রাণ করে ধুকপুক থর থর কাঁপে বুক ক্ষণে ক্ষণে আগুনের বিদ্যুৎ চমকায় এ জগতে করিমন হায় কত অসহায়। পানি আর পানি শুধু বন্যার কথা কয় বাঁচবার আশা নাই দেখে শুনে মনে হয়। কেউ নেই আপনার ছুটে যায় কাছে কার ভেবে ভেবে করিমন দূর আঁধারে চেয়ে রয় এত দুখ বঞ্চনা প্রাণে আর কত সয়।
কবি: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]