বৃষ্টি | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

বৃষ্টি
আলমগীর কবির

ঘাস পাতা ফুল করবে গোসল 
বৃষ্টিরে তুই আয়,

টিনের চালে দূরের মাঠে 
সবুজ আঙিনায়।

গাছ কমেছে বন কমেছে 
বাড়ছে রোদের তাপ,

মা দিয়েছেন হাতে কাঁচা 
আমের জুসের কাপ।

তালপাখাতে প্রাণ জুড়াতে
বসি গাছের ছায়,

শেষ করে জুস মায়ের কাছে 
গিয়ে আবার চাই।

পথ ভুলে মেঘ উড়ে উড়ে 
যাবি কত দূর,

হঠাৎ শুনি টিনের চালে 
টাপুর টুপুর সুর।

 

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]