বারোই রবিউল আওয়াল ওঠে খুশির বোল, বিশ্বনবি আলো করেন মা আমিনার কোল।। প্রিয় নবির আগমনে আঁধার গেল টোটে, বিশ্ব আলোক করে যেন দীনের সূর্য ওঠে। ফেরেস্তারা সালাম করে এসে বারংবার, চারিদিকে খুলে গেল রহমতের ভান্ডার। যেন আরব দেশে ফোটলো সে এক জান্নাতেরই ফুল। ঐ যেদিন জন্মেছিলেন শিশুনবি মুহম্মদ রসুল, আকাশ বাতাস সেদিন ছিল সবই অনুকূল। আরববাসীর ঘরে ঘরে ছিল খুশির বান, বনে বনে পাখির কণ্ঠে ছিল তাঁরই গান। তাঁর আগমনী বার্তা জনায় বেদুইন বুলবুল। ঐ
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]