বিশ্বকাপের আগে বড় বিপদে বাংলাদেশ

:: স্পোর্টস ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে

আইসিসির ধরাবাঁধা সময়েই আসন্ন টি-২০ বিশ্বকাপ দল পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সে তালিকা এখনো প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু সেই তালিকায় আসতে পারে বড় পরিবর্তন। জানা গেছে, পেস বোলিংয়ের বড় অস্ত্র তাসকিন আহমেদের বিশ্বকাপ খেলা এখন অনিশ্চয়তার মুখে।

আজ রোববার (১২ মে) মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচ খেলে বাংলাদেশ। ৮ উইকেটে হেরে যাওয়া সেই ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন। আগের ম্যাচেই ফিল্ডিং করার সময় পেশিতে টান লাগে তার।

এ বিষয়ে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি তাসকিনের চোটের কথা শুনেছেন। সঙ্গে এও জানিয়েছেন, ইনজুরি রিপোর্ট হাতে পেলে তারপর বুঝা যাবে সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগবে তার।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘শুনেছি ওর একটা চোট আছে। কাল সকালে রিপোর্ট হাতে পাওয়ার পর আমাদের দেখতে হবে যে ওর কতদিন (সেরে উঠতে) লাগতে পারে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সুযোগ আছে কি না। এমনিতে তো দুই-তিন সপ্তাহ বিশ্রাম দিবে। যদি এটা দুই সপ্তাহ হয়, তখন কি করব। যদি তিন সপ্তাহ হয়, সেক্ষেত্রে কি হবে। ‘

প্রয়োজনে যুক্তরাষ্ট্রের চিকিৎসদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন নাজমুল, ‘দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলব, এখনই যোগাযোগ করব। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি আসলেই দেরি হয়, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে (বিশ্বকাপ দলে থাকা না থাকা)। অন্তত কালকে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখনো রিপোর্ট হাতে আসেনি। ‘

তাসকিন ছিটকে পড়া বিশ্বকাপ দলের জন্য বড় ধাক্কা হবে বলেও মন্তব্য করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমাদের বোলিং ইউনিট নিয়ে খুব একটা কিছু বলার নেই। শরীফুল, তাসকিন, মুস্তাফিজদের নিয়ে আমাদের ভালো পেস ইউনিট। এখন তাসকিনকে যদি না পাওয়া যায় তাহলে তো বিরাট ধাক্কা। ‘

এর আগে এই চোটের কারণে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশ দলে জায়গা হয়নি তাসকিনের। ২০২৩ বিশ্বকাপেও চোট নিয়ে খেলেছেন তিনি। আরও একটি বিশ্বকাপ যখন সামনে, তখন তাসকিনকে ফের চোখ রাঙাচ্ছে সেই চোট।