বিলাল মাহিনীর কবিতা ‘স্বাধীনতা মানে’

::
প্রকাশ: ২ years ago

স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে মুক্ত আকাশ দেখা, নিশ্চিন্তে ঘুমানো
স্বাধীনতা মানে সীমাহীন সমুদ্রে গা ভাসানো
লাল-সবুজের পতাকা মাথায় তুলে রাখা
মনের সব আকাক্সক্ষা নির্ভয়ে প্রকাশ করার নাম হয়তো স্বাধীনতা!
স্বাধীনতা মানে অন্ন, বস্ত্র, শিক্ষা-চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা,
স্বাধীনতার অপর নাম অধিকার, প্রেম, ভালোবাসা, মানুষের প্রতি মানুষের সুষম অধিকার বন্টন
স্বাধীনতা মানে বিকেলের আকাশে উড়ে যাওয়া শাদা বকের সারি
সোনালী ডানা মেলে দূরপানে উড়ে যাওয়া চিল
স্বাধীনতা হলো ভোরের আকাশে সোনাঝরা রোদ্দুর, কোকিলের মিষ্টি সুর
স্বাধীনতা বর্ষার কদম ফুল, গ্রীষ্মের কৃষ্ণচূড়া ফুলের দুল।

স্বধীনতা মানে কখনো কখনো ফুটপাতে পড়ে থাকা অনাথ অনাহারী শিশু
অধিকারের দাবিতে লড়া ভাইয়ের বুকে হায়েনার বুলেট, মিথ্যে মামলা, হাজত, কারাবাস!
স্বাধীনতা মানে মাঝে মধ্যে তালাবদ্ধ বিবেক, লুণ্ঠিত মানবতা, গণতন্ত্র,
রক্তমাখা ফসলের ক্ষেত, কৃষকের অভুক্ত পেট, স্বাধীনতা মানে মুখোশধারী ভ-রাজা,
বুর্জোয়ার ঘরে নিত্যপণ্যের ঊর্ধ্ব নাচানাচি!
স্বধীনতা হোক সব মানুষের সাম্যের প্রতিচ্ছবি
ইনসাফের দ্বার খোলা শান্তি-সুখের রবি।



লেখক : বিলাল মাহিনী, নির্বাহী সম্পাদক : ভৈরব সংস্কৃতি কেন্দ্র, যশোর।