বিলাল মাহিনী’র কবিতা ‘অসহায় পথিক’

::
প্রকাশ: ২ years ago

অসহায় পথিক
বিলাল মাহিনী

চারিদিকে
দ্বিধা মিথ্যা ছলনার ফুলঝুরি
কুয়াশার ভাঁজে দিবাকরের লুকোচুরি
চাঁদের কপালে পড়েছে ভাঁজ
নিদারুণ অসহায় হরিণটা আজ

তাঁরাদের কপোলে অশ্রুজল
পোয়াতি মায়ের চোখ টলমল
অবলা নারীদেহ খায় শুধু মার
মালদার খোঁজে বেশ্যার দ্বার!

কে বলেছে সতীদাহ গেছে চলে?
নবরূপে আজও তার দেখা মেলে
দাস-দাসীর হাল মান
কুলি মুজুর বুয়া কিষাণ!
তবে কী রূপে সমতা এলো দুনিয়ায়?
বায়ু জলে সমাধিকার দিলো দয়াময়
মানুষ বেশে কুকুরের নানা বাসনা
ভুলণ্ঠিত উম্মাহ’র শত কামনা

মানুষ রূপে কেনো সৃজন
করলে দয়াময়?
ভাল্লাগে না এই ভুবনের
ছলনা অভিনয়।