ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাত্র তিন মাস আগে বিয়ে করেছেন তিনি এবং তার এক মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন, যা নিয়ে বেশ কিছু কটাক্ষের মুখে পড়েছিলেন।
সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। শুক্রবার তিনি নিজেই এই সুখবরটি জানান। গত বছরের অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি, অর্থাৎ বিয়ের তিন মাস পরেই তিনি মা হলেন।
ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী জানান, “গত ২৬ জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আমাদের জন্য আর্শীবাদ করবেন।”
এছাড়া, সামাজিক মাধ্যমে নবজাতককে নিয়ে কিছু আদূরে মুহূর্তও শেয়ার করেছেন রূপসা ও তার স্বামী সায়নদীপ। ছবিতে দেখা গেছে, নবজাতক মায়ের আঙুল ধরে রয়েছে। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, “বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং একইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।”
তবে, সন্তানটি ছেলে না মেয়ে, সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি তারা। কারণ, কিছুদিন আগে পরিবার ও বন্ধুদের মধ্যে “ছেলে হবে না মেয়ে?” এমন এক ভোটাভুটির ঘটনায় বেশ কিছু কটাক্ষের মুখে পড়েছিলেন দম্পতি। সম্ভবত সেই কারণেই সন্তানের লিঙ্গ প্রকাশ্যে আনেননি রূপসা ও সায়নদীপ।