বিটিভির সম্প্রচার বন্ধ

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেট ও ভেতরে দেওয়া আগুন ছড়িয়ে পড়েছে। এতে সরকারি টিভি স্টেশনটির সম্প্রচার (ট্রান্সমিশন) বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ৩ টার দিকে বিটিভির ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ইউনিট রওনা দিলেও আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের কারণে ঘটনাস্থলে এ প্রতিবেদন লেখা অবধি ফায়ার ইউনিট পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আগুন নেভাতে দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে বিটিভি বলেছে, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি।’