বাল্য বিয়ে প্রতিরোধে সিলেট সদরের হাটখোলা ইউনিয়নে একটি গণনাটক প্রদর্শন করেছেন এফআইভিডিবি।
মনোমুগ্ধকর জনসচেতনতা মূলক নাটক দেখতে ভীর করে নানা স্তরের প্রায় চার শতাধিক মানুষ। বাল্য বিবাহ প্রতিরোধ, কিভাবে দুর্যোগের পরবর্তীকালিন সময়ে প্রস্তুতি নেওয়া হয় আর কিভাবে প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা করা যায়, এই সব বিষয় নিয়ে গণনাটক প্রদর্শন করা হয় দিন ব্যাপী।
বুধবার (২৪ মে, ২০২৩) বেলা সাড়ে ১১টায় সিলেট সদরের হাটখোলা ইউনিয়নে পিটারগঞ্জ বাজার সংলগ্ন একটি মাঠে নাটকটি অনুষ্ঠিত হয়।
পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসময় বক্তারা বলেন, লোকজন অনেক সময় লোভে পড়ে মেয়েকে অল্প বয়সে বিয়ে দেয় যার ফল হয় ধৈর্য ভয়াবহ। বিশেষ করে দুর্যোগের পর বাল্যবিবাহ টা বেশি হয়। সন্তান সম্ভবা মায়েদের ও বিভিন্ন সময়ে সঠিক যতœ হয় না। আশা করি, এই নাটকটি বাল্যবিবাহ প্রতিরোধ তথা মাতৃ ও শিশু মৃত্যু প্রতিরোধ করতে বিরাট জনসচেতনতা তৈরি করবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মবশির আলী, দিশারী প্রকল্পের লিড অর্গানাইজেশন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর কমিউনিকেশন অফিসার মাহবুবা ফাহমি, রেজিলিয়েন্স অফিসার মরিয়ম জাহান সোনালী। দিশারী প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাদিকুর রহমান, জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, প্রোগ্রাম মনিটর তানিম পাপিয়া, মনিটরিং অফিসার শেখ তাওহীদা রহমান, ইউনিয়ন মবিলাইজার শাহিদা আক্তার, ইউনিয়ন মবিলাইজার জনাব মহিবুল্লাহ।
সিলেট/ অমিতা সিনহা/ ২৫ মে, ২০২৩
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net