ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। এবার খুশবু সুন্দর জানালেন— শৈশবে তাকে তার বাবা যৌন নির্যাতন করেছেন।
মোজো স্টোরিকে দেওয়া সাক্ষাৎকারে খুশবু সুন্দর বলেন, ‘আমার মনে হয়, যখন একটি শিশুর ওপর নির্যাতন চালানো হয়, তখন সেই ক্ষতটা তার সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে-মেয়ে সবার জন্যই প্রযোজ্য। আমার মাকে বিয়ের পর অনেক অত্যাচার সইতে হয়েছে। স্ত্রী-সন্তানদের মারধর করা, মেয়েকে যৌন হেনস্তা করা যেন আমার বাবার জন্মগত অধিকার ছিল। আমার বয়স যখন ৮ বছর, তখন থেকে আমার ওপর যৌন অত্যাচার শুরু হয়। কিন্তু ১৫ বছর বয়সে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করার সাহস করি।’
খুশবু যখন বাবার যৌন নির্যাতনের প্রতিবাদ করেন, তখন তার মাঝে একটা ভয় কাজ করতো। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন— ‘আমার একটাই ভয় ছিল, মাকে বললে আমার কথা বিশ্বাস করবেন না। কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি, যেখানে তার বিশ্বাস অটুট ছিল। তার কাছে স্বামী ঈশ্বরতুল্য। কিন্তু আমার ১৫ বছর বয়স হওয়ার পর ঠিক করি আর না। এরপর আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি। আমার বয়স ১৬ বছর হওয়ার আগে তিনি আমাদের ছেড়ে চলে যান। একবারও ভাবেননি যে, পরের দিন থেকে আমরা কী খাব, কোথায় থাকব।’
পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মূলত, তামিল সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। কিন্তু তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বহু বছর ধরে রাজনীতিতে সক্রিয় খুশবু। শুরুতে ডিএমকে পার্টিতে যোগ দেন। পরে যোগ দেন কংগ্রেসে। সর্বশেষ বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালে তামিল নাড়ুর বিধানসভা ভোটে দাঁড়ান। কিন্তু ডিএমকে প্রার্থীর কাছে হেরে যান এই অভিনেত্রী।
জাতীয় মহিলা কমিশনে তার মনোনয়নের পরে, খুশবু সুন্দর এই দায়িত্বের জন্য তার উপর আস্থা রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি, আমি মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং এখন এটি আমাকে দেওয়া একটি বড় প্ল্যাটফর্ম। এই দায়িত্ব সম্পর্কে আমাকে বিশ্বাস করার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং জাতীয় মহিলা কমিশনের কাছে কৃতজ্ঞ।’
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net