বাজেটে সমতলের আদিবাসীদের বরাদ্দ বৃদ্দি ও চাকরিতে কোটার পূনর্বহালের দাবি

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট:
বাজেটে সমতলের আদিবাসীদের বরাদ্দ বৃদ্ধি এবং সরকারি চাকরিতে আদিবাসীদের কোটা পূনর্বহাল করা প্রয়োজন বলে মনে করেন আদিবাসী নেতৃবৃন্দ।

সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৫টায় মোহম্মদপুরস্থ ফোক সেন্টারে অনুষ্ঠিত জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির কর্মীসভায় আদিবাসী নেতৃবৃন্দ এ কথা ব্যক্ত করেন।

বৃহত্তর ঢাকা কমিটির আহ্বায়ক হরেন্দ্রনাথ সিং এর সভাপতিত্বে সভায় আলোচনা করেন, যুগ্ম-আহ্বায়ক বিভূতী ভূষণ মাহাতো, সদস্য সুরতী সিং, বিকাশ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলার সাবেক ছাত্র নেতা রত্নেশ্বর এক্কা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সভাপতি রতীশ টপ্য।

সভায় নেতৃবৃন্দ আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, বাজেটে সমতলের আদিবাসীদের বরাদ্দ বৃদ্ধি, সরকারি চাকরিতে আদিবাসী কোটার পূনর্বহাল, খাস জমি দখলী শর্তে আদিবাসীদের নামে বন্দোবস্ত ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও বগুড়াসহ বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে আদিবাসীদের উপর সংঘটিত নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। আপনিও লিখুন।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net