বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক (ইডি) এস. এম হাসান রেজাকে ‘ক্লাস রুম’ বইটি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা স্মারক হিসেবে তুলে দিয়েছেন বইটির লেখক রিয়াজুল হক।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) শুভেচ্ছা স্মারক হিসেবে বইটি প্রদাণ করা হয়।
এ সময় নির্বাহী পরিচালক এস. এম হাসান রেজা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বইটি পবিত্র কুরআন, হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর লেখা হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সাথে, লেখক অত্যন্ত সহজ বাংলা ভাষা ব্যবহার করেছেন। আশাকরি, পাঠকরা উপকৃত হবেন।
‘ক্লাস রুম’ প্রসঙ্গে লেখক রিয়াজুল হক বলেন, ‘বইটির মূল উপজীব্য হচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জানতে চাওয়া বিভিন্ন বিষয়ের উপর একজন প্রিয় শিক্ষকের সহজ ভাষায় আলোচনা।মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মনের মধ্যে সাধারণত অনেক প্রশ্ন ঘুরপাক খায় এবং তারা উত্তর জানতে চায়। বইটিতে সেসব জানতে চাওয়া প্রশ্নের উপর পবিত্র কুরআন, হাদিস, বিজ্ঞান, গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে সাবলীল আলোচনা করা হয়েছে।’
নির্বাহী পরিচালক হাসান রেজা লেখকের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, মো. রিয়াজুল হকের জন্ম গোপালগঞ্জে এবং তিনি বাংলাদেশ ব্যাংকে, যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত আছেন।
‘ক্লাস রুম’ অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত মো. রিয়াজুল হকের চতুর্থ গ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক।