বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ আমি থাকলে হতো না: ট্রাম্প

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশ ইস্যুতে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক্সে (আগের নাম টুইটার) দেওয়া এক পোস্টে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।

ট্রাম্প তার পোস্টে বলেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্বর সহিংসতার’ তীব্র নিন্দা জানাই, যারা উচ্ছৃঙ্খল জনতার আক্রমণ ও লুটপাটের শিকার হয়েছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ভোটের ঠিক আগে ট্রাম্প দাবি করলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে এমনটি হতো না। সাবেক প্রেসিডেন্ট তার পোস্টে বলেন, আমার চোখের সামনে কখনো (এমনটি) ঘটত না। সারা বিশ্বে ও আমেরিকায় হিন্দুদের অবহেলা করেছেন কমলা ও জো বাইডেন।

তিনি আরও বলেন, ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা একের পর এক বিপর্যয় ডেকে এনেছেন, কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব!

ট্রাম্প বলেন, আমরা উগ্র বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে হিন্দু আমেরিকানদেরও সুরক্ষা দেব। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব। আমার প্রশাসনের অধীনে, আমরা আমাদের মহান অংশীদার ভারত এবং আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করব।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, কমলা হ্যারিস আরও নিয়ম-কানুন এবং উচ্চ করের মাধ্যমে আপনাদের ছোট ব্যবসাগুলো ধ্বংস করে দেবে। বিপরীতে, আমি কর কমাই, নিয়ম-কানুন শিথিল করি…ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলি। আমরা আবারও তা করব, আগের চেয়ে আরও বড় পরিসরে এবং আরও ভালোভাবে—এবং আমরা আমেরিকাকে আবার মহান করব।

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সাবেক এ প্রেসিডেন্ট বলেন, দীপাবলির শুভেচ্ছা সবাইকে! আশা করি আলোর এ উৎসব শুভ শক্তির বিজয় আর অশুভ শক্তির পরাজয় বয়ে আনবে!