বাংলাদেশে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

::
প্রকাশ: ২ years ago
জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক: 
সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি টুইট করেছেন।

টুইট তিনি বলেন, বাংলাদেশের ঘটনাগুলোর ওপর বিশেষ নজর রাখছে জাতিসংঘ। বিশেষ করে ২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা এবং মৃত্যু ঘটানোর মতো প্রাণঘাতী শক্তি প্রয়োগের উদ্বেগজনক খবর আসার পর থেকে তিনি বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন।

বৃহস্পতিবার রাতে তিনি এই টুইট করেন।

এতে তিনি আরও বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বাংলাদেশ সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।

অপর এক টুইটে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী শক্তি প্রয়োগের খবর পেয়ে আমি ২০২১ সালে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলাম।