বাংলাদেশের নদী | জাহান আরা খাতুন

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে

বাংলাদেশের নদী
জাহান আরা খাতুন

কোথায় নদী
নিরবধি
যাচ্ছে বয়ে
কাব্য-  গানে
কানে কানে
কথা কয়ে।
কোথায় খালি
ধুধু বালি
'পদ্মা'চর
কাঁদে হায়
দুখি বায়
দিনভর।
কোথায় জল
টলোমল
যমুনা'য়
ছলাৎছল
যেন মল
বাজে পায়।
কোথায় খেলা
সারাবেলা
কলরব
বুকের ধারে
'মেঘনা'টারে
অনুভব।

কোথায় ভাসা
সর্বনাশা
এলে বান
সুখের ঘর
নিরন্তর
খান খান।

কোথায় বাঁকে
ছবি আঁকে
'কর্ণফুলি '
অবাক হই
পায় কই
রঙ তুলি!

কোথায় 'গোমতী',
'বেত্রবতী '
বলছে এরা,
"সবাই বলো
মানুষ হলো
সবার সেরা। "
কোথায় পাও
  পানসি নাও,
রঙিন পাল,
বৈঠা, দাঁড়
সাথে আর
শক্ত হাল।
  কোথায় 'ধলা,'
'পশুর,'  'কাজলা,'
'সোমেশ্বরী'  ,
বুড়িগঙ্গা, '
'তুলসীগঙ্গা, '
ধলেশ্বরী।,'
কোথায় 'শুটকি,'
'সুরমা,' 'ফটকি,'

'কীর্তনখোলা,'
'বংশী, 'পায়রা,'
'শিব','কয়রা '
'গৌরী, ''ভোলা। '
কোথায় 'আত্রাই, '
'নাফ,'চিকনাই,'
'কুশিয়ারা,'
তিতাস,' 'নাগর ',
সারাদিনভর
ছুটছে তারা!

কোথায় 'গড়াই,'
তিস্তা', 'ধলাই,'
এত্ত ঢেউ!
বলছে তারা,
"সত্য ছাড়া
  বলো না কেউ। "

কোথায় 'বল, '
'নীলকমল, '
বিবিয়ানা,'
'গজালিয়া,'
'নরনিয়া, '
'বানকানা। '
কোথায় 'তালমা '
'কুঙ্গা,' 'শ্রীমা,'
'ডাকাতিয়া, '
হাটুভাঙা, '
মাথাভাঙা',
'বারাশিয়া। '
কোথায় 'জলাঙ্গী,'
'শীলা,' করাঙ্গী,
'তুইচাং, '
'কচাখালি '
'মজুদখালি, '
'রাখিয়াং'।
কোথায় 'মগদাই,'
  'তিস্তা', 'কাপ্তাই,
'করতোয়া,'
'মধুমতি,'
'ইছামতি, '
'হাঁড়িধোয়া। '
কোথায় 'জুরি,'
'ব্যাং ', 'মহুরি, '
'বেরি', 'হাতিয়া,'
'বোয়ালখালি, '
ইছাখালি, '
'তেতুলিয়া। '
কোথায়' ডং,'
'সারি','পালং,'
'বলেশ্বর, '
'দুধকুমার,'
'তুরাগ' আর
'বুড়িশ্বর। '
কোথায় ধ্বনি
দিন রজনী
অফুরান,
"দুখি জনে
তোমার মনে
দিও স্থান। "

কোথায়' ঢাকি, '
'আঠারোবাঁকি,'
'মানিকদিয়া, '
'হরিহর,'
'চন্দেশ্বর,'
'জয়ন্তিয়া। '
কোথায় 'রূপসা',
'কংকা, 'তোরসা,'
শঙ্খ, খোয়াই, 
'বকখালি,'
'বাঙালি,'
'সুতাং, 'বরনাই।'
কোথায়' আলকি, '
'কংস,' 'সালকি,'
'লোহালিয়া,'
'মারজাটা,'
'হরিণঘাটা, '
'পাকাসিয়া।'
কোথায় বাঁকে
ওরা ডাকে,
"শুনে যাও
চিনে চিনে
অন্নহীনে
অন্ন দাও।"
কোথায় আর
কবিতার
দেখা পাই!
ছন্দ লয়
গীতিময়
ভাবি তাই!

কোথায় 'ধনা',
'মনু,' 'বিজনা,'
'জলঢাকা '
গানের সুরে
ছুটছে দূরে
আঁকাবাঁকা।
কোথায় জল
কলোকল
বিজনপাড়
চেয়ে রই
যাচ্ছে কই
'নীলকুমার'।
কোথায় 'সন্ধ্যা'
'মহানন্দা'
বলছে সবে,
"এ জগতে
সত্য পথে
চলতে হবে। "
কোথায় 'রত্না'
'চন্দনা'
বলছে,"  ভাই
মুছিয়ে কালো
পরের  ভালো
করা চাই। "

কোথায় আশা
বাঁধে বাসা
ইসরে যদি-
দূর বিজনে
একলা মনে
হতাম নদী!

 

কবি: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
      হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।

[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]