বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সংসদে যা বললেন শাহজাহান ওমর

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১০ মাস আগে
জাতীয় সংসদ ও শাহজাহান ওমর

সংসদ সদস্য শাহজাহান ওমর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতো। রোববার (৩ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমর বলেন, ‘আমাদের গণতন্ত্র আমাদের মতো। আমাদের গণতন্ত্র ওয়েস্টমিনস্টার টাইপ হবে না। আমাদের গণতন্ত্র আমেরিকার মতো হবে না, যেখানে ইলেকটোরাল কলেজের ২৭৩টি (মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রকৃতপক্ষে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের ২৭০টি প্রয়োজন) ভোট পেলেই হবে। আমাদের গণতন্ত্র ফ্রান্সের মতো হবে না, যেখানে ৫১ শতাংশ ভোট পড়তে হবে। আমাদের গণতন্ত্র নর্থ কোরিয়ার মতোও হবে না। যার নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া, যেখানে ডেমোক্রেসির ড’ও নাই; একদলীয় শাসন।’

গত ৩০ নভেম্বর শাহজাহান ওমর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

সংসদে শাহজাহান ওমর বলেন, ‘আমরা যে ধরনের মানুষ, যে ধরনের আমাদের কালচার, কাস্টম, সোসাইটি, শিক্ষাদীক্ষা, সে অনুসারেই আমাদের গণতন্ত্র প্রযোজ্য। আমরা যদি আমেরিকা, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি উদাহরণ দেই; আমরা তো ব্রিটিশ না, আমারা তো জাপানিজ না, আমাদের গণতন্ত্র আমাদের মতো হতে হবে।’