বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি মনে করে সরকার: রিজভী

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago

শেখ হাসিনা বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি মনে করেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শাহ মাঈনুল আহসান পিংকুর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সরকারের সমালোচনা করলেই হামলা-মামলা শুরু হয়। কাউকে তিনি বিরোধী দলের হয়ে রাজনীতি করার সুযোগ দিতে চান না।

বর্তমান নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, সরকারের মুখের ভাষা প্রকাশ পাচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে।

রিজভী বলেন, বরিশালে একজন মেয়রপ্রার্থীর ওপর নৃশংসভাবে হামলা হয়েছে। কিন্তু ইসি তাকে নিয়ে তামাশার মন্তব্য করেছে।

দলের ক্রান্তিলগ্নে যে সকল নেতাকর্মী ত্যাগ শিকার করেছেন, ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।