বাংলাদেশকে জড়িয়ে ভাইরাল বাঁধের ভিডিওটি ভারতের নয়, জাপানের

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক: 
একটি বাঁধের লক গেট থেকে জল বেড়ানোর ভিডিও পোস্ট করে বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি দাবি করেছেন ভাইরাল ভিডিওটি ভারতের।

“বাংলাদেশের জন্য ভারতের তৈরী নতুন ফাঁদ!পানির বাঁধের নতুন আধুনিক সুইচ গেইট” এই ক্যাপশন সহ ফেসবুকে ভাইরাল ভিডিওটি পোস্ট করেন ব্যবহারকারীরা।

ফ্যাক্ট চেকে জানা গেছে, ভাইরাল ভিডিওটি ভারতের কোনো বাঁধের নয়, এটি জাপানের।

রিভার্স ইমেজ সার্চ-এর সাহায্যে আমরা ভাইরাল ভিডিওটির সত্যতা জানতে পারি।

আমরা ভাইরাল ভিডিওটি প্রথমে একটি ইউটিউব চ্যানেলে খুঁজে পাই। ২০১৩ সালে ইউটিউবে আপলোড করা এই ভিডিওটিতে জাপানি ভাষায় শিরোনামে লেখা, ২০১৩ সালে যাহাগি নদীতে জল ছাড়ার দৃশ্য।

এই সূত্র ধরে কী ওয়ার্ড এবং রিভার্স ইমেজ সার্চের সহযোগে আমরা জাপানের বেশ কয়েকটি ওয়েবসাইটে যাহাগি নদীর ওপর অবস্থিত বাঁধের ছবি খুঁজে পাই যার সঙ্গে ভাইরাল ভিডিওর বাঁধটি হুবহু মিলে যায়।

জাপানের এই ওয়েবসাইটগুলো থেকে জানা যায়, জাপানের আইচি অঞ্চলের যাহাগি নদীর ওপর এই বাঁধটি অবস্থিত। এই বাঁধের থেকে উৎপন্ন বিদ্যুৎ টয়োটা শহরে বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।

সুতরাং জাপানের একটি বাঁধের দৃশ্য ভারতের বলাটা বিভ্রান্তিকর।