বস্তায় ভরে নিয়ে যাচ্ছিল হরিণ, এরপর…

:: সিলেট ব্যুরো
প্রকাশ: ২ years ago
হরিণের ফাইল ছবি

শ্রীমঙ্গলে কালনী ট্রেনে গলাকাটা বস্তাবন্দি বন্যপশু হরিণের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি, ২০২৩) সকাল ৯টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে কালনী ট্রেনে বন্যপশু হরিণের লাশ উদ্ধর করেন বলে নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

দুর্বৃত্তরা হরিণকে হত্যা করে বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। রেল পুলিশের কর্মকর্তাদের সন্দেহ হলে সাথে সাথে বস্তাটি খুলে গলাকাটা হরিণের রক্তাক্ত মৃত দেহ দেখতে পান। পরে হরিণের মৃত দেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ময়নতদন্তের জন্য প্রেরণ করেন।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক জানান, ময়নাতদন্ত করে জানা গেছে, হরিণটিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা করেছে।

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, ধারণা করা হচ্ছে চা বাগানে মাঝে মধ্যে কিছু হরিণ চলে আসে। সেখান থেকেই ওই হরিণকে ধরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বস্তা বন্দি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটিকে নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

সিলেট/ অমিতা সিনহা/ ২৩ ফেব্রুয়ারি ২০২৩


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net