বন্যাদুর্গতদের সহায়তায় বিপিবিএস’র আন্তর্জাতিক বক্সিং প্রদর্শন

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে বন্যাদুর্গতদের সহায়তায় আন্তর্জাতিক ‘স্বাধীন বাংলা বক্সিং’ প্রদর্শন করেছে বাংলাদেশ পেশাদার বক্সিং সোসাইটি (বিপিবিএস)।

বিপিবিএস-এর সহ-সাধারণ সম্পাদক আর কে মণ্ডল রবিনের সঞ্চালনায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ এবং যুক্তরাজ্যের জাতীয় সংগীত যৌথভাবে পরিবেশন করা হয়।

আন্তর্জাতিক এই ইভেন্টের টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ দেওয়া হচ্ছে বন্যার্তদের সহায়তায়।

এর আগে গত বৃহস্পতিবার গুলশানের সিক্স সিজন হোটেলে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিপিবিএস’র সহ-সাধারণ সম্পাদক আর কে মন্ডল রবিন, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে আন্তর্জাতিক এই বক্সিং রাউন্ডে একদিনে ১০টি ফাইটের মধ্যে অন্যতম প্রধান লড়াইটি কিংকং ও গডজিলার। বাংলাদেশের পেশাদার বক্সার আবদুল মোত্তালিব কিংকং এবং যুক্তরাজ্যের বিখ্যাত পেশাদার বক্সার পল পিয়ার্স হলেন গডজিলা। এই ফাইটটি হয় আট রাউন্ডের। জয়ের শপথ করে রিংয়ে নামেন আবদুল মোত্তালিব। তার কথায়, ‘নিজের দেশে খেলছি। দর্শক আমার পক্ষে আছে। আমি জেতার জন্য রিংয়ে নামছি। পলের কথায়, ‘আন্তর্জাতিক বক্সিংয়ে সুনাম ধরে রাখতে সংকল্পবদ্ধ আমি। বক্সিং যুদ্ধটা আকর্ষণীয় হয়ে ওঠে দর্শকদের মাঝে।

আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ যে পেশাদার বক্সিংয়ে বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারে, এই ইভেন্টের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। আমরা শুধু বক্সিংয়ের প্রচারই করছি না। বাংলাদেশি যোদ্ধাদের জন্য বিশ্বমঞ্চে উজ্জ্বল হওয়ার জন্য একটি প্ল্যাটফরমও তৈরি করছি।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের পল পিয়ার্স আমাদের সেরা আকর্ষণ। তিনি বিনা পারিশ্রমিকে খেলতে এসেছেন। বন্যার্তদের সহায়তার কথা শুনে তিনি তার পারিশ্রমিকের অর্থ সহায়তা করতে রাজি হয়েছেন। এ ফাইট নাইট থেকে পাওয়া অর্থের পুরোটাই বন্যার্তদের সহায়তা করা হবে।

কো-মেইন ইভেন্টে লড়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ জাওয়াদ হোসেন ও সিয়াম শেখ। চার রাউন্ডের লড়াইয়ে দুজনেরই অভিষেক হয়। বাকি আটটি লড়াই হয় আন্ডারকার্ড ইভেন্টের। এর মধ্যে দুটি মেয়ে বক্সারদের। বিথী আক্তার ও পাপড়ি সূত্রধর এবং জুই লিমা ও শারমিন আক্তারের লড়াইও হয় আকর্ষণীয়।

সর্বশেষ ৮ রাউন্ডের খেলায় বাংলাদেশ বনাম যুক্তরাজ্যের জমজমাট উত্তেজনায় বক্সিং যুদ্ধের ময়দানে যুক্তরাজ্যের বিখ্যাত পেশাদার বক্সার পল পিয়ার্স গডজিলের সাথে হার মানলো বাংলাদেশের কিংবন্তী বক্সার আব্দুল মোত্তালিব।

জমজমাট এই আসরে এ সময় উপস্থিত ছিলেন সুপার হিউম্যান খ্যাত ড. ইউরি বজ মোনি। বিপিবিএস-এর চেয়ারম্যান মো. আসাদুজ্জামানসহ পরিচালক পর্ষদের আর কে মন্ডল (রবিন), আনিসুজ্জামান, জনাব হুমায়ুন কবির, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান বাঁধন, জনাব পরাগ আরমান, জনাব শহিদুল ইসলাম, বক্সার মো: আব্দুল মোতালেব, মাশরাফি, জয়নুল ইসলাম জয়, জুই লিমা, শারমিন আক্তার, বিথী আক্তার ও পাপড়ি সূত্রধরসহ একদল বক্সার এবং বিপিবিএস-এর সকল নেতৃবৃন্দ ও কলাকুশলীরা।

বৈরী প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও অনুষ্ঠানে বিভিন্ন পেশার শতশত দর্শকের সমাগম ঘটে।

বিপিবিএস-এর এই আন্তর্জাতিক ইভেন্টে পার্টনার হিসাবে ছিলেন নিউট্রিশিয়ান ডিপো বাংলাদেশ, এনডি অ্যাকটিভ ওয়্যার, একাগ্রা হেলথ, ভেন্যু পার্টনার যমুনা ফিউচার পার্ক এবং মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর।