বন্যাকবলিত মানুষের পাশে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৫ মাস আগে

লক্ষ্মীপুর ও ফেনী জেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।

সোমবার (২৬ আগস্ট) ঢাকার আফতাবনগরে অবস্থিত বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির হেড অফিস থেকে ত্রাণ সামগ্রী নিয়ে তিনটি দল লক্ষ্মীপুর ও ফেনী জেলার উদ্দেশ্যে যাত্রা করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, পরিচালক পর্ষদের সহ-সাধারণ সম্পাদক আর কে মন্ডল, শহীদুল ইসলাম, এম এস রানা, মাশরাফি বিন ইউনুস, রুপম কুমার মন্ডল প্রমুখ।