‘বন্দুকযুদ্ধে নিহত’ পানামা ফারুক-ই কী তাহসানের শ্বশুর?

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ দিন আগে

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। নেটিজেনরা তাহসান ও তার দ্বিতীয় স্ত্রী রোজার ছবি শেয়ার করে ক্যাপশন যোগ করছেন, ‘তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে’।

তবে তার এই ‘চাঁদের আলো’র পেছনে কিছু অপ্রত্যাশিত আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে রোজার বাবা পানামা ফারুকের পরিচয় নিয়ে।

নেটিজেনরা দাবি করছেন, রোজার বাবা পানামা ফারুক ছিলেন বরিশালের একজন শীর্ষ সন্ত্রাসী, যিনি ২০১৪ সালে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। স্থানীয় সূত্র অনুযায়ী, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ২০০১ সালের পর তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। তবে ২০০৮ সালে আবারও সক্রিয় হয়ে ওঠেন এবং দক্ষিণাঞ্চলজুড়ে সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। ২০১৪ সালে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।

তাহসানের বিয়ের খবরের পর পুনরায় আলোচনায় আসে পানামা ফারুকের নাম। তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চললেও কোনো দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

তাহসান তার দ্বিতীয় স্ত্রী রোজাকে বিয়ে করেছেন। রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট এবং তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের কুইন্সে ‘রোজা’স ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং ১০ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

তবে, তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে এ ধরনের আলোচনা শোনার পর এখনো তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার নতুন বিয়ের সঙ্গে জড়িত এসব বিতর্কের মধ্যে তাহসান তার ব্যক্তিগত জীবন নিয়ে এখনো কোনও খোলামেলা মন্তব্য করেননি।