বঙ্গের সভাসদ | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১২ মাস আগে

বঙ্গের সভাসদ
মোহাম্মদ আব্দুল আজিজ

অ-চায় অমর হতে
আ-চায় আলো,
ই-’র ইন্দ্রধনু
রাখে না তো কালো।

ঈ-চায় ঈগল হতে
উ-চায় উট,
ঊ-’র ঊষা রবি
পাটে দেয় ছুট।

ঋ-জানে ঋণের ব্যথা
এ-নয় একা,
ঐ-এর ঐরাবত
রোজ করে দেখা।

ও-খুশি ওল হলেই
ঔ-এর ঔষধ,
এগারটা স্বরবর্ণ
বঙ্গের সভাসদ ॥

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]