বঙ্গভবন থেকে মোবাইল চুরি

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ দিন আগে

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ অনুষ্ঠানে থাকাকালীন খাবার সময় তার ব্যক্তিগতও ব্যবহৃত মোবাইলটি চুরি গেছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বঙ্গভবনের ভিআইপি ইনক্লোজারের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মোবাইল চুরির বিষয়ে মির্জা আব্বাস জানান, তিনি মোবাইলটি (স্যামসাং এস-২৪ আল্ট্রা) পাশে রেখে খাবার খাচ্ছিলেন। কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখেন মোবাইলটি নেই। এরপর বিষয়টি সেখানে নিয়োজিত নিরাপত্তা বাহিনীকে জানান মির্জা আব্বাস।

এ ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির এ সিনিয়র নেতা। পাশাপাশি বঙ্গভবনের মত একটি স্থানে এমন অপ্রীতিকর ঘটনা কীভাবে ঘটে তার ব্যাখ্যা চেয়েছেন মির্জা আব্বাস।