বঙ্গবন্ধুকে জনতা থেকে দূরে নিয়ে গেছে আওয়ামী লীগ: উদীচী

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৫ মাস আগে

মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ৪৯তম বার্ষিকীতে বৃহস্পতিবার আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর নিজের দল আওয়ামী লীগ প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকলেও দেশ থেকে দুর্নীতি দূর হয়নি, বরং তা বেড়েছে বহুগুণে। লুটেরা, মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি ছিল দেশের কোটি মানুষ। এসব মুনাফাখোরকে নির্মূল করতে বঙ্গবন্ধু যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তা তিনি নিজে বাস্তবায়ন করে যেতে পারেননি।

তার দলও সেটি বাস্তবায়নের চেষ্টা করেনি। আর সে কারণেই ছাত্র-জনতার প্রবল গণ-অভ্যুত্থানের কারণে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় বক্তারা আরো বলেন, ‘বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শকে ধারণ করে দেশ পরিচালনাই আওয়ামী লীগের জন্য সঠিক কাজ হতো।

কিন্তু তা না করে তারা সাধারণ মানুষের কণ্ঠরোধ করেছে, ছাত্র-জনতাকে হত্যা করেছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এ ছাড়া শেখ মুজিবুর রহমানকে অহেতুক হাজারো বিশেষণে বিশেষায়িত করে তাকে জনতার থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে। এসব কারণেই বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করার দুঃসাহস দেখাচ্ছে একটি মহল।’

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, শিবানী ভট্টাচার্য, প্রবীর সরদার, নিবাস দে, জামসেদ আনোয়ার তপন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কোষাধ্যক্ষ বিমল মজুমদার, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর, শিখা সেনগুপ্তা, কেন্দ্রীয় সংসদের সদস্য নাজমুল আজাদ, আজমীর তারেক চৌধুরী, নাজমুল হক বাবু, সৈয়দা রত্না, বিপ্লব আল মামুন প্রমুখ।