বইমেলায় খাজিনা খাজির ‘দাহকালের কাব্য’

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক
প্রকাশ: ২ years ago

জমে উঠেছে এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০২৩। প্রতিদিন লেখকদের নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হচ্ছে। রোববার (১৯ ফেব্রুয়ারি, ২০২৩) বিকেলে ঢাকার কাটাবনস্থ পাঠক সমাবেশে মিলনায়তনে কবি খাজিনা খাজি’র কাব্যগ্রন্থ ‘দাহকালের কাব্য’ মৌড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।

কবি আর মুজিবের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ফিন্যান্স বিভাগের প্রফেসর মুজিবুর রহমান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, তুহিন আহমেদ প্রজন্ম, আজিম উল্যাহ হানিফ প্রমুখ।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কবি খাজিনা খাজির জন্ম কুমিল্লার বরুড়া উপজেলায়। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স, মাস্টার্স কমপ্লিট করেছেন।

বইটিতে রিভিউ লিখেছেন মুজিবুর রহমান ভূঁইয়া। গ্রন্থটিতে রয়েছে ৫৭টি কবিতা। সবগুলো কবিতাতে পাঠক হৃদয়ে পাবে এক ঝলক হাসি-আনন্দ-বিরহ মিশ্রিত অন্যরকম অনুভূতি। কবি তার মানসপটে অঙ্কুরিত করেছেন কল্পনাকে। কল্পনাকে নিয়ে বাস্তবে রুপান্তরিত করেছেন কবিতায়। এতে খোরাক পাবে সকল বয়সী পাঠক।

বইটি অমর একুশে বইমেলার ৫৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net