ফেসবুকের মনিটাইজেশন এখন আরও সহজ

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ মাস আগে

মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন বিশ্বসামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট ফেসবুক প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।

বিনামূল্যে এর সদস্য হওয়ার পাশাপাশি ব্যবহারকারীরা বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলি হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন। সেইসঙ্গে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন।

এর পাশাপাশি সুবর্ণ সুযোগ রয়েছে ফেসবুকে পেজ খুলে অনেকেই ব্যবসা করার। যেখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারা যায় ঘরে বসেই।

অনেকেই আবার ফেসবুকে ভিডিও বা বিভিন্ন কনটেন্ট বানিয়ে, সেখান থেকেও আয় করে থাকেন। যদিও কনটেন্ট বা ভিডিও শেয়ারের মাধ্যমে আয় করার ভিন্ন ভিন্ন শর্ত রয়েছে। যা ভাঙলে আয় করা সহজ হয়ে উঠে না। তাই এবার ভিডিও নির্মাতাদের জন্য নতুন কিছু পরিবর্তন আনার কথা জানিয়েছে ফেসবুক।

সম্প্রতি দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে, তিন পদ্ধতিতে ফেসবুক থেকে আয় করা যায়। সেগুলো হচ্ছে ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস। তবে এসব ব্যবস্থার পরিবর্তন আনছে ফেসবুক। কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের পথ আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে এ পরিবর্তন।

তারা আরও জানিয়েছে, নতুন ব্যবস্থায় ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস, এবং পারফরম্যান্স বোনাসকে একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে একত্রিত করেছে। যদিও নতুন এ মনিটাইজেশন প্রক্রিয়া চালু হলে ভিডিও নির্মাতাদের আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। এরপরই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস এ তিন পদ্ধতিতে আয় করা যাবে যার ফলে বারবার আবেদন করার প্রয়োজন পড়বে না।

উল্লেখ্য, ২০২৫ সালের আগে সবার জন্য নতুন এই মনিটাইজেশন মডেলটি উন্মুক্ত হচ্ছে না। বর্তমানে শুধুমাত্র বিটা ভার্সনে এটিকে চালু করা হবে।