ফুল ছড়ালো মিষ্টি সুবাস | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১০ মাস আগে

ফুল ছড়ালো মিষ্টি সুবাস
আলমগীর কবির

ফুল ছড়ালো মিষ্টি সুবাস
ঝরছে মায়ের মুখে আলো,

ঈদ এনেছে ছোট্ট বোন আর
ছোট্ট ভায়ের বুকে আলো!

পাখির মতো পাখনা মেলে 
দূরের দেশে মন খুশিতে,

ভাই সেজেছে পাঞ্জাবীতে
দেখে নাচে বোন খুশিতে!

মামণি আজ ব্যস্ত ভীষণ 
কোরমা পোলাও রান্না নিয়ে,

মন বসে না অন্য কাজে
সেই খাবারের ঘ্রাণ না নিয়ে!

চারিপাশে খবর রাখি
কেউ আছে কি কান্না নিয়ে?

মায়ের কাছে বায়না ধরি 
কোনো অভিমান না নিয়ে!

ঈদগাহ থেকে বাড়ি ফিরি
খুশির হীরে পান্না নিয়ে!

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]