ফিলিস্তিনে নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
সংগৃহীত ছবি

গাজাসহ ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় বাংলাদেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার (২১ অক্টোবর) এই শোক পালন করা হবে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের দখলদার বাহিনীর বর্বোরচিত হামলায় জাতীয় শোক পালন করা হবে।

আগামীকাল শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতের সুস্থতায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হবে।

এদিকে, আজ রাজধানীর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলেছেন তিনি। এ ছাড়া আগামীকাল শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে শুধু মসজিদেই নয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদের উপাসনালয়েও ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা করার কথাও জানান তিনি।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী।