ফিলিস্তিনিদের সাহায্যার্থে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির কুয়েত রিলিফ সোসাইটির উদ্যোগে অনুদান সংগ্রহের কার্যক্রম চলছে।
এরই মধ্যে ফাজা শিরোনামে রিলিফ সোসাইটির সংগঠনটি ৬০ হাজার দাতার কাছ থেকে ৩২ লাখ ৬২ হাজার ২০ দিনার সংগ্রহ করেছে।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস কুয়েত নিউজ এজেন্সির (কুনা) উদ্ধৃতি দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে।
ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়, প্রায় ১১ মিলিয়ন কুয়েতি দিনার ফিলিস্তিনিদের সাহায্যার্থে সংগ্রহ করেছে কুয়েত। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৪৩৪ কোটি টাকা।
কুয়েতের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুদান কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় এক কর্মকর্তা জানান, ফিলিস্তিনিদের জন্য অনুদানের অর্থ স্বাস্থ্য, পুষ্টি এবং আশ্রয় সহ বিভিন্ন খাতে ব্যয় করবে কুয়েত। বিশেষ করে আহত মানুষ, বাস্তুচ্যুত মানুষ ও খাদ্যাভাবে যারা কষ্ট পাচ্ছেন; তাদের সাহায্যার্থে অনুদানের টাকা খরচ করা হবে।
তিনি আরও বলেন, জর্দানে থাকা কুয়েত দূতাবাসে সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। পরে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সংস্থাগুলো ফিলিস্তিনের অভ্যন্তরে সেখানকার মানুষদের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে কাজ করবে।
বন্ধুপ্রতিম রাষ্ট্র ফিলিস্তিনের দাবির প্রতি কুয়েতের পূর্ণ সমর্থন রয়েছে, যোগ করেন ওই কর্মকর্তা।
উল্লেখ্য, দুদিন আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এবং ক্রমাগত হত্যাসহ ধ্বংসযজ্ঞ কর্মকান্ডের জন্য ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করেন।
তিনি হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিবৃতি দেন কুয়েতের ৪৫ জন সংসদ সদস্য। এছাড়া ‘দখলদার’ ইসরায়েলকে বয়কট করতে আরব দেশগুলোর প্রতি আহ্বানও জানান তারা।