প্রেমিকের পর তরুণীকে ধর্ষণ করে তার বন্ধুও

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর প্রেমিক আলা উদ্দিন সুমন (২২) ও মোশারফ হোসেন সোহাগ (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ( ১ ডিসেম্বর) ভোরে সিরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শাহাদাত হোসনের পোল্ট্রি খামারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সুবর্ণচর উপজেলার চর আলা উদ্দিন গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আলা উদ্দিন সুমন ও কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের কামাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন সোহাগ।

পুলিশ জানায়, সিরাজপুর ইউনিয়নের শাহাদাত হোসেনর মুরগির খামারে চাকরি করা আলা উদ্দিন সুমনের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর।

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুমন মেয়েটিকে মোবাইলের মাধ্যমে খামারে ডেকে নেয়। সেখানে সুমন তাকে ধর্ষণ করার সময় বিষয়টি দেখে ফেলে একই খামারের অপর কর্মচারী সোহাগ। এসময় তাদের এ বিষয়টি সবাইকে বলে দেবে বলে হুমকি দেয় সোহাগ। একপর্যায়ে সুমনের সহযোগিতায় ওই তরুণীকে ধর্ষণ করে সোহাগ। পরে রাতে মেয়েটি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা থানায় অবগত করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই খামারে অভিযান চালিয়ে আমরা দুই আসামিকে গ্রেপ্তার করি। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের ধারায় থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’