হাজার ফুলের তোড়া
প্রিতময় সেন
দীর্ঘ ন’মাস যুদ্ধ করেছে গেয়েছে দেশের গান
দেশের জন্য ঝরে গেল শেষে, লাখো বাঙালির প্রাণ।
অত্যাচারীর অত্যাচারে যায়নি দমে ওরা
ওদের জন্য ভালোবাসা
হাজার ফুলের তোড়া।
তবে তো ওরা দেশ বাঁচাতে পায়নি মোটেও ভয়
সাহস নিয়ে যুদ্ধ করে
ভয়কে করে জয়।
অত্যাচারীর অত্যাচারে যায়নি দমে ওরা
ওদের জন্য ভালোবাসা
হাজার ফুলের তোড়া।
রক্তাক্ত পথ, রক্তাক্ত শরীর
চারিদিকে শুধু রক্তের বন্যা বয়ে যায়
রক্তের বিনিময়ে এদেশ,
হয়েছে এখন জয়।
খাগড়াছড়ি।
৮ ফেব্রুয়ারি ২০২৩