প্রিতময় সেনের কবিতা ‘রক্ত বন্ধনী’

:: প্রিতময় সেন ::
প্রকাশ: ২ years ago

রক্ত বন্ধনী
প্রিতময় সেন

রক্তদাতা তুমি ঘন আধার কাটিয়েছ প্রদীপের শিখা জ্বেলে
এই ভুবনের মাটিও গর্বিত, তোমার এই রক্তদানে।
তুমিতো সব সময়ই আছো সবারি মাঝে
রক্তদানে ছুটে যাও, জাতি ভেদাভেদ ভুলে।

হৃদয়ে রক্ত না থাকিলে জীবন হয় অন্ধকারে ভর্তি
একজন রক্তদাতা যেন তার জীবনকে, গড়ে দেয় নতুনভাবে সৃষ্টি।
প্রতিজ্ঞার সাথে স্বেচ্ছাসেবার ব্যঞ্জন
হয়ে উঠুক মনের মধ্যে, ভালোবাসার স্পন্দন।

রক্তদাতা তুমি হয়ে উঠো অপরাজিত
সহযোগিতার সাথে যুদ্ধ করে হও বিজয়ীত।
আমাদের জন্য তোমার রক্ত সুখানুভূত
তুমি মানুষের মধ্যে ফিরিয়ে দাও, নতুন এক দিগন্ত।

ও রক্তদাতা আমরা আছি তোমার পাশে
প্রতিজ্ঞা করছি সব সময়, সাথে আছি এই যুদ্ধে।
এসো সবাই মিলে যুদ্ধ করি রক্তের মাঝে,
আমরা এক হলে থাকবেনাতো, কেউ কখনো রক্ত সংকটে।

(রক্তদাতা দিবসের কবিতা। ১৪ জুন ২০২৩)