প্রিতময় সেনের কবিতা ‘বৈশাখের অঙ্গীকার’

::
প্রকাশ: ২ years ago

বৈশাখের অঙ্গীকার
প্রিতময় সেন

ভালো থাকুক প্রতিটি মানব
ভালো হোক তাদের চিন্তাধারা,
সৃজনশীল হোক তাদের জ্ঞান
বুঝতে শিখুক ভালো - খারাপ।

ধনী ব্যক্তির উঁচু আসন
গরিবের জায়গা মাটিই,
কেন এই কঠিন নিয়ম
রক্তে -মাংসেতো সবাই একি....।

জাত- ধর্ম সব ভুলে
থাকবো সবাই একি সাথে,
পক্ষপাতিত্ব বন্ধ হলে 
সমাজ ভাসবে শান্তির স্রোতে।

নতুন বছর, নতুন ভাবে
অঙ্গীকার থাকুক এই হয়ে,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
থাকবো সবাই মিলেমিশে।

আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net

প্রিতময় সেন, খাগড়াছড়ি।