প্রকৃতির এই তীব্র তেজে মানুষ হাহাকার করছে, একটুখানি স্বস্তির খোঁজে। ঋতু বদলের সাথে দেখা মেলেছে গরম নামক এক যন্ত্রণার সাথে, সকাল, দুপুর সর্বক্ষণে মানুষকে সে পুড়িয়ে মারছে। গরমের এই অস্থিরতার ফাঁকে একটু যদি বৃষ্টির দেখা মেলে, প্রকৃতি জুড়ে তক্ষুণি যেন সজীবতায় স্নিগ্ধতা ফিরে। আজ'যে দক্ষিণা দুয়ার খুলে অনেকে'ই চেয়ে থাকে, প্রকৃতির মন জুড়ানো সেই বাতাস কখন এসে একটু স্বস্তি দেবে।
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net