প্রয়োজন না-হলে জোটে যাবে না আওয়ামী লীগ: কাদের

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
টানা তৃতীয়বার নির্বাচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন না-হলে জোট হবে না’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট করবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ১৪ দলীয় জোটের শরিকদের জন্য আসনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জোটের বিষয়টি তখনই আসে, যখন আমাদের বিপরীতে বড় জোট হয়। তাছাড়া আমরা অহেতুক কেন জোট করব? প্রয়োজন না থাকলে তো জোট করার দরকার নেই। যাদের নিয়ে জোট করব তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেন, দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারেন পুরনো অনেক মুখ। তবে, নতুন কিংবা পুরনো নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেওয়া হবে, প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা। গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।

আগামীকাল বিকেল চারটায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও এ সময় জানানো হয়।