পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যিালয়ের ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমান টমাসের বিরুদ্ধে জুনিয়র এক নারী সহকর্মীকে প্রমোশনের লোভ দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার ১৪ মিনিট ৩১ সেকেন্ডের একটি ফোনালাপ গতকাল রোববার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে, ফোনালাপের সময় ওই নারী ডেপুটি রেজিস্ট্রারের দেওয়া প্রস্তাব প্রত্যাখান করেন।
এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছেন ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমান টমাস।
মিজানুর রহমান টমাস জানান, আমার বিরুদ্ধে একটি অপশক্তি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনার পুরোটাই মিথ্যা এবং ভিত্তিহীন। যারা অপপ্রচার চালাচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করবো।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর সন্তোষ কুমার বসু জানান, বিষয়টি যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।