পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট:
উদ্বোধনের পর থেকে ২৯ দিনে মেট্রোরেলের তিন লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। সেখান থেকে আয় হয়েছে দুই কোটি ৪৬ লাখ টাকা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক এই তথ্য জানিয়েছেন।
পুরাতন এলিফ্যান্ট রোডে অবস্থিত ডিএমটিসিএলের সভাকক্ষে তিনি বলেন, সম্পূর্ণ রুট চালু হলে মূল আয় বোঝা যাবে। এই সময়ে (২৯ দিনে) তিন লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের এমডি এম এ এন সিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলে বিদ্যুৎ খরচ, ব্যবস্থাপনা খরচ ও নির্মাণে যে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে তাতে করে দৈনিক তিন কোটি টাকা আয় করতে হবে। আগামী ডিসেম্বর মাস থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১২ কিলোমিটার রুট খুলে দেওয়া হবে। মেট্রোরেলের এই রুট থেকে বছরে হাজার কোটি টাকা আয় করতে হবে। তবে আমাদের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এই আয় করতে পারবো, কোনো সমস্যা হবে না।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৯ ডিসেম্বর) থেকে যাত্রী চলাচল শুরু হয়।
প্রথমদিকে উত্তরা টু আগারগাঁও সরাসরি চলাচল করেছে। ২৫ জানুয়ারি থেকে তৃতীয় স্টেশন হিসেবে পল্লবী স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। আপনিও লিখুন।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net